জরায়ু মুখ ছিঁড়ে গিয়ে সংক্রমিত হওয়া৷ যেমনঃ
প্রসবের সময় শিশুর অস্বাভাবিক অবস্থানের কারণে জরায়ুর মুখ ছিঁড়ে যাওয়া;
অস্ত্রোপচারের মাধ্যমে প্রসব করানোর সময় জরায়ুর মুখ ছিঁড়ে যাওয়া;
ডিএন্ডসি করানোর সময় জরায়ু মুখ ছিঁড়ে যাওয়া
লক্ষণ জরায়ুতে ও যোনিতে ব্যথা, কোমর বা তলপেট ব্যথা থাকতে পারে৷
জরায়ুর নিচের অংশ ও যোনিতে চুলকানি দেখা দিতে পারে৷
ঘন ঘন প্রস্রাব হওয়া৷
শরীর দুর্বল হওয়া, মাথা ঘোরা, শরীরে ব্যথা ও কাজে অনীহা৷
জরায়ুর মুখ ছোট বা বড় হয়ে যায়।
পুষ্টিকর খাবার খেতে হবে৷
ব্যক্তিগত পরিষ্কার পরিচ্ছন্নতা মেনে চলতে হবে৷
প্রচুর পরিমাণে পানি খেতে হবে।
0 coment�rios: