প্রেগনেন্সি কেয়ার বাংলাদেশ এর পক্ষ থেকে সবাইকে স্বাগতম... আমাদের এই ব্লগ টি একটি সমাজ সেবামূলক ওয়েবসাইটের মাধ্যমে আমরা ঐ সব মায়েদের সহযোগিতা করার চেষ্টা করবো.., সন্তান ধারণ করার জন্য কি কি জেনারেল নলেজ থাকা চাই, ফ্রি সেবা দেওয়া হয় এমন সব হেলথ কেয়ার এবং সরকারি প্রতিষ্ঠানের নাম পাবলিশ করার চেষ্টা করব ..সন্তান গর্ভে আসার পর আপনি কি প্রস্তুতি গ্রহণ করবেন ,আপনার সুন্দর একটি লাইভ গঠনে সহযোগিতা করবে আমরা আশা করি আমাদের এই দেশের প্রত্যেকটা মা এবং শিশু সবসময় নিরাপদ থাকুক..

Home Top Ad

Responsive Ads Here

কারণ প্রসব বা গর্ভপাতের পর সংক্রমণ।  জরায়ু মুখ ছিঁড়ে গিয়ে সংক্রমিত হওয়া৷ যেমনঃ প্রসবের সময় শিশুর অস্বাভাবিক অবস্থানের কারণে জরায়ুর মুখ...

জরায়ু মুখ বা সার্ভিক্সে সংক্রমণ!!

কারণ
প্রসব বা গর্ভপাতের পর সংক্রমণ। 

জরায়ু মুখ ছিঁড়ে গিয়ে সংক্রমিত হওয়া৷ যেমনঃ
প্রসবের সময় শিশুর অস্বাভাবিক অবস্থানের কারণে জরায়ুর মুখ ছিঁড়ে যাওয়া;
অস্ত্রোপচারের মাধ্যমে প্রসব করানোর সময় জরায়ুর মুখ ছিঁড়ে যাওয়া;
ডিএন্ডসি করানোর সময় জরায়ু মুখ ছিঁড়ে যাওয়া

লক্ষণ জরায়ুতে ও যোনিতে ব্যথা, কোমর বা তলপেট ব্যথা থাকতে পারে৷
মাসিক ঋতুস্রাবের সময় জ্বালা ও ব্যথা হয়৷ দুই মাসিকের মাঝখানে হঠাত মাসিকের রাস্তায় রক্ত দেখা দিতে পারে৷
জরায়ুর নিচের অংশ ও যোনিতে চুলকানি দেখা দিতে পারে৷
ঘন ঘন প্রস্রাব হওয়া৷
শরীর দুর্বল হওয়া, মাথা ঘোরা, শরীরে ব্যথা ও কাজে অনীহা৷
জরায়ুর মুখ ছোট বা বড় হয়ে যায়।

প্রতিরোধ
বিশ্রাম নিতে হবে৷
পুষ্টিকর খাবার খেতে হবে৷
ব্যক্তিগত পরিষ্কার পরিচ্ছন্নতা মেনে চলতে হবে৷
প্রচুর পরিমাণে পানি খেতে হবে।

0 coment�rios:

care

স্বাস্থ্যকথা

জোড়ার ডিসপ্লেসমেন্ট ও চিকিৎসা ======== জোড়া শরীরের একটা গুরুত্বপূর্ণ অঙ্গ এবং দৈনন্দিন জীবন ব্যবস্থায় জোড়ার গুরুত্ব অপরিসীম। মানব শরীরে...